দেখ দেখ মনরায় হয়েছে উদয়
কি আনন্দময় সাধুর সধ বাজারে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
যথা রে সেই সাধুর বাজার
তথা সাই'র বারাম নিরন্তর
এনে সাধ সভায় তবে মন আমায়
আবার যেন ফ্যারে ফেলিস না রে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
দেখ দেখ মনরায়
সাধু গুরুর কি মহিমা
বেধে দিতে না রে সীমা
হেন পদে যার নিষ্ঠা না হয় তার
না জানি কপালে কি আছে রে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
দেখ দেখ মনরায়
সাধুর ও বাতাসে মন
বনের কাষ্ঠ হয় রে চন্দন
লালন বলে মন খোজ কি আর ধন
সাধুর সঙ্গে রঙ্গে বেশ কর রে
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে
দেখ দেখ মনরায়
*Subscribe Me On YouTube
*Find Me On Facebook
*Follow Me On Twitter
**Website**
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে - লালন গীতি Lyrics >>>>> Download Now
ReplyDelete>>>>> Download Full
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে - লালন গীতি Lyrics >>>>> Download LINK
>>>>> Download Now
পাপীর ভাগ্যে এমন দিন কি আর হবে রে - লালন গীতি Lyrics >>>>> Download Full
>>>>> Download LINK