Sunday, February 18, 2018

GP Free Net [Working] February 2018 | SaidurSR

আসসালামু-আলাইকুম
সবাইকে  স্বাগতম…।
অনেকদিন হয়ে গেলো কোনো ফ্রি নেট নেই।
বড় বড় ফ্রি নেট মেকার রাও এখন ফ্রি নেট পাচ্ছে না।
তাই আমি আজকে একটি জিপি ফ্রি নেট নিয়ে হাজির হয়েছি।
আমি আজকে আপনাদের দেখাবো কিভাবেঃ
জিপি সিমে আবারো ফ্রি ইন্টারনেট ইওজ করবেন তাও আবার ভালো স্পিডে।
তো শুরু করা যাকঃ
আপনারা যানেন Vpn Lighter এর একটি ফ্রি নেট শেয়ার করা হয়েছিল। আজকেও কিন্তু ভিপিএন Lighter এররি ফ্রি নেট তবে Vpn lighter এর অন্য ভার্সন। 
প্রথমে নিচের ৩ টি অ্যাপস ডাওনলোড করুনঃ
1-Vpn Ligheter[2.6.0Version]
2- Cm Browser[5.2.8Version]or, Uc Mini Mod 
3- Terminal Emulator [1.4.0 version]
নোটঃ-এখানে যেই অ্যাপস গুলো দেওয়া হয়েছে এগুলো একটা ছাড়াও কাজ হবে না। তাই প্ল্যা-স্টোর বা অন্য কোথাও থেকে এই অ্যাপসগুলো নিবেন না। কারন, এই অ্যাপস গুলো ফ্রি নেটের জন্য সংগ্রহ করা ভার্সন। 

এবার যাই মূল কাজেঃ
1-অ্যাপসটি তিনটি ডাওনলোড করুন।
২-এবার প্রথমে Vpn Lighter ভিপিএন টি ওপেন করুন।
৩-এবার সার্বারে ক্লিক করুনঃ
৪-এখন যেকোনো একটি সার্বার সিলেক্ট করুনঃ
৫-নিচের স্ক্রিনশুটের মত কাজ করুনঃ
৬-এবার দেখুন ভিপিএন কানেক্ট হয়ে গেছে।
৭-এবারে Terminal Emulator ওপেন করুন।
৮-এবার লেখার জায়গায় লিখুন
 Space-ping-space-google.com-enter key

৯-এবার দেখুন নিচের মত হয়ে গেছেঃ
১০-এবার Terminal Emulator মিনিমাইজ করুন।
১১-এবার ভালো স্পিডের জন্য Cm browser বা Uc mini mod ওপেন করে ব্রাওজিং করুনঃ

Speed proof:

0- 
1- 
সবার ফ্রি নেট চলবে

0 comments:

Copyright-SaidurSR-2017

Find Me OnFacebook Twitter! Designed By : BloggerMotion

Top